• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

লালমনিরহাটে চুরির অভিযোগে মারধর, ইজিবাইকচালক নিহত

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ০৪:১৬
লালমনিরহাটে চুরির অভিযোগে মারধর, ইজিবাইকচালক নিহত
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চুরির অভিযোগে মারধরের শিকার হয়ে আহত ব্যাটারিচালিত ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ নভেম্বর) উপজেলার পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত হাসানুর ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

এর আগে গত ১১ নভেম্বর পাটগ্রাম পৌরসভার ঠাকুরবাড়ি এলাকার ইউনুস আলীর বাড়িতে তাকে আইপিএসের ব্যাটারি চুরির অভিযোগে তাকে ও তার স্ত্রীকে মারধর করেন বাড়ির মালিক ও স্বজনরা।

স্থানীয়রা জানান, গত ১১ নভেম্বর বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলীর ঠাকুরবাড়ী এলাকার বাসার একটি আইপিএসের ব্যাটারি হাসানুরের রিকশায় পান স্থানীয়রা। এতে ব্যাটারি চুরি করেছে বলে তাকে আটক করে বেধড়ক মারধর করে ইউনুস আলীর ছেলে ও স্বজনরা। খবর পেয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগম (২৫) স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে তাকেও মারধর করা হয়। গুরুতর আহতাবস্থায় হাসানুরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান তার স্ত্রী।

এ ঘটনায় ইউনুস আলীর ছেলে ফারুক হোসেন বলেন, ‘আমার ভাই কাউকে মারধর করেনি, আমিও করিনি। বাসা থেকে আইপিএস চুরি করে নিয়ে যাওয়ার সময় পাড়ার লোকজন চিৎকার করে হাসানুরকে ধরে চড়-থাপ্পড় দিয়েছে। পরে স্থানীয়রা হাসানুরকে তার স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন।

পাটগ্রাম থানা ওসি (তদন্ত) পিএম মামুনুর রশিদ বলেন, ‘ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। নিহতের পরিবার আপস করবে মর্মে থানায় আসেনি বা অভিযোগও করেনি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
গুপ্তধন ভেবে গ্রেনেড লুকিয়ে রাখলেন কৃষক, এরপর যা ঘটল