• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

লালমনিরহাটে শিয়ালের কামড়ে আহত ৯

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৭:২১
ছবি: সংগৃহীত।

লালমনিরহাটে শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছেন। আহতদের একজনের অণ্ডকোষ ও একজনের কান কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে লালমনিরহাট শহরের সার্কিট হাউজ-পুলিশ লাইন ও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ লাইন সংলগ্ন ঢাকা-বুড়িমারী সড়কে একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে পথচারী যাকে পায় তাকেই কামড়ে দেয়। এ সময় শিয়ালটিকে কয়েকটি কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দিয়েছে। স্থানীয় দোকান কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারিনি। চতুর শিয়ালটি লোকজনের তাড়া খেয়ে লোকালয়ের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিয়ালটি আবার এসে লোকজনকে আক্রমণ করে।

শিয়ালের কামড়ে শচিন নামে এক শ্রমিকের অণ্ডকোষ ও মোখলেস নামে এক মধ্যবয়সী এক লোকের কান সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয়। গুরুতর জখম দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কয়েকজন জানান, একত্রিত হয়ে শিয়ালটিকে মারতে গেলে শিয়ালটি তাদেরকেও আক্রমণ করতে আসে। শিয়ালের কামড়ের ভয়ে ও হিংস্রতার কারণে সড়কের লোকজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে চলে যান। এরমধ্যেই শিয়ালটি একটি শিশুসহ একে একে ৯ জনকে কামড়ে দেয়।

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, আমাদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছে। এদের মধ্যে আলিফ নামে একজন শিশুও আছেন। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

লালমনিরহাট বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক বলেন, খাদ্যের সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। আমরা শুনেছি, ৯-১০ জনকে শিয়াল কামড়েছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। হিংস্র শিয়ালগুলোর আতঙ্ক দূর করতে আমরা যৌথভাবে কাজ করছি। বন বিভাগ এবং পুলিশ যৌথভাবে হিংস্র শিয়ালগুলো ধরার চেষ্টা চালাচ্ছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
আজহারীর মাহফিল থেকে ২২ নারী আটক, নেপথ্যে যে কারণ
নতুন মাহফিলের স্থান জানালেন আজহারী
লালমনিরহাটে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার