• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৫৯
লালমনিরহাট
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাজ উপজেলার মদতি ইউনিয়নের উত্তর মুসরত মদাতি এলাকার মহুবার রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল অংশগ্রহণ করতে সকালে ট্রেনে লালমনিরহাটে যায় রাজ। পরে মাহফিল শেষ করে ফেরার পথে হাজরানিয়া রেলগেটে ট্রেনের ছাদ থেকে রাজ পড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তুষভান্ডার রেলস্টেশনের মাস্টার আশরাফুজ্জামান আপেল জানান, ঘটনাটি রেলগেটে হয়েছে। খবর পেয়েই জিআরপি থানায় জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, ওই ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজহারীর মাহফিল থেকে ২২ নারী আটক, নেপথ্যে যে কারণ
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
নতুন মাহফিলের স্থান জানালেন আজহারী
লালমনিরহাটে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার