ব্রহ্মপুত্র নদের বালুচরে আকস্মিক ধূলিঝড়
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বালুর চরে একটি বিশাল ধূলিঝড় দেখা গেছে। এ সময় চরের ধুলো ওপরে উঠে মেঘের সঙ্গে মিশে যায়। আর এ ঝড়ে চরের মধ্যে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার সময় ব্রহ্মপুত্র নদের চরে এ ঘটনা ঘটে।
জেলার ব্রহ্মপুত্র নদের রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে শাখাহাতির চর নামক এলাকায় প্রথমে এ ঝড়টি উঠতে দেখেন নদে ভ্রমণকারী রৌমারীগামী নৌকার যাত্রীরা। এ রকমের ঝড়কে স্থানীয়রা ‘বাওকুড়া’ বলে জানেন।
ব্রহ্মপুত্র নদের ওই চর শাখাহাতির বাসিন্দারা জানান, তারা প্রায়ই এরকম ঝড় চরের মাঝে দেখতে পান। এগুলোকে বলে বাওকুড়া বা ধূলিঝড়। এরকম বাওকুড়া মাঝেমধ্যে তারা দেখতে পান। তবে এত বড় ধূলিঝড় গত পাঁচ বছরে তারা দেখতে পাননি। এরকম ঝড়ে মাটিতে থাকা গাছের ডাল-পাতা যা থাকে সবকিছু উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়ি ঘরের ক্ষতিও সাধিত হয় বলে স্থানীয়রা জানান।
এদিকে এ ধুলিঝড়ে শাখাহাতির চরের আশপাশে তেমন ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন