• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০
ছবি : আরটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে তিনটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। পরে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহেল বাকি খন্দকার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি উপজেলার বড়লই গ্রামের মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। অন্য দুইজন হলেন- বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বড়ভিটা সেনের খামার গ্রামের কবিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে প্রতাপ চক্রবর্তী ও ফুলবাড়ী উপজেলা যুবলীগ নেতা জোয়ারদার আব্দুল খালেক। খালেক উপজেলার বোয়াইলভীড় গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বোয়াইলভীড় টেকনিক্যাল কলেজের প্রদর্শক।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার
হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীতে কলেজছাত্র হত্যা ও যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার ৯
সাঁথিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার