• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

যশোরে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ৩ যুবক আটক

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৫:৪২

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে তিন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) যশোর আবদুর রাজ্জাক কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। রাতে পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, জামালপুরের বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মিলনের ছেলে শিপন হোসেন রাসেল (২২), শেরপুরের শ্রীবর্দি উপজেলার গৌরজরিনা গ্রামের ছবর আলীর ছেলে সামিউল হক (৩০) ও নেত্রকোনার সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। শহরের আব্দুর রাজ্জাক কলেজে কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের আইডি কার্ড যাচাইকালে দেখা যায় পরীক্ষার্থী আলিমুলের স্থলে পরীক্ষা দিচ্ছে শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে পরীক্ষা দিচ্ছে শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছে সানোয়ার হোসেন। ওই সময়ই তাদের তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।

আরটিভি/এফআই-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা 
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
জুলাই অভ্যুত্থানে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি
হাতকড়া পরিয়ে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগে এসআই ক্লোজ