তুরাগ তীরে জুবায়েরপন্থীদের ৫ দিনের ‘জোড় ইজতেমা’ শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ০৮:৫৯ পিএম


তুরাগ তীরে জুবায়েরপন্থীদের ৫ দিনের ‘জোড় ইজতেমা’ শুরু
ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের ওলামা ও শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির-আজকারের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। তাবলিগের জামাতের ওলামাদের অধীনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এই জোড় ইজতেমা।

বিজ্ঞাপন

৩ ডিসেম্বর আখেরি দোয়ার মাধ্যমে শেষ হবে জোড় ইজতেমা। প্রতিবছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এই জোড় ইজতেমায় দেশি, বিদেশি, ৩ চিল্লার সাথী ও কমপক্ষে ১ চিল্লায় সময় লাগানো আলেমরা অংশ নেন। মূলত কালিমা, নামাজ ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহেনিয়ত ও তাবলিগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) ওপর বাদ ফজর গুরুত্বপূর্ণ বয়ান করেন পাকিস্তানের নাঈম শাহ সাহেব।  

এরপর কারগুজারীর আমল হয়। পরে জুমার নামাজ পড়ান কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের। বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আসরের পর বয়ান করেন মাওলানা ওমর ফারুক, বাদ মাগরিব কারগুজারী আমল হয়।
 
জোড় ইজতেমা উপলক্ষে দেশ বিদেশের ও বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের সেবায় নিরাপত্তা বলয়ে নিয়োজিত রয়েছে সাদা পোশাকে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। এ ছাড়াও ময়দান ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথম পর্বের জোড় ইজতেমায় অংশগ্রহণ করছেন মাওলানা জোবায়েরপন্থীরা। এরপর ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে জোড়ে ইজতেমায় অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থীরা।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission