শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

আরটিভি রিউজ

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ , ১০:১৪ পিএম


শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
ছবি : আরটিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, যারা নিয়মিত খেলাধুলা করে তাদের মন এবং শরীর উভয়েই ভালো থাকে। আর যাদের শরীর ও মন ভালো থাকে তারা মাদক গ্রহণ করে না। সুতরাং মাদকমুক্ত সুস্থ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই।

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত রাখবো। সব ধরনের খেলাধুলা চালু থাকবে। খেলাধুলার জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছেড়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরামর্শদানের জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পিতা মো. মকবুল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. ইলিয়াছ প্রামাণিক প্রমুখ। 

পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল মাহবুব খেলোয়ারদেরকে শপথ বাক্য পাঠ করান। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অংশগ্রহণ করে। এ বছর টুর্নামেন্টে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও পৃথক দলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। উদ্বোধনী খেলায় বাংলা এবং ইতিহাস বিভাগের ছাত্রীরা অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission