ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চাঁদপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ০৯:২৩ এএম


loading/img
ছবি : আরটিভি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে চাঁদপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, এখানে শিশুদের চোখে যে আনন্দের ঝিলিক দেখে মনটা আরও ভালো হয়ে গেছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই ম্যাসেজটা ছেলে-মেয়েদেরকে দিতে হবে। ছেলে-মেয়েদেরকে খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। খেলাধুলায় থাকলে শিশুরা অন্যদিকে আর যাবে না।

শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, এতদিন নৈতিক শিক্ষায় ঘাটতি থাকার কারণে দেশ বদলাতে পারে নাই। সেসব সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের রোলমডেল হচ্ছে শিক্ষকরা। অতএব আপনাদের কর্তব্য এসব শিশুদের সেভাবে গড়ে তোলা।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |