• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

আবু সাঈদের ঋণ এ জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয়: ডা. শফিকুর

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৭
ছবি: আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ‍্যাসিবাদ বিরোধী যে কয়েকটি বাঘ ছিল, তার মধ্যে আবু সাঈদ অন‍্যতম। আবু সাঈদ মরে ১৮ কোটি মানুষকে জীবন দিয়ে গিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর নগরীর শহীদ আবু সাঈদ চত্বরে বাংলাদেশের জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও তাজহাট থানা আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, খুনের বিচারে কোনো আপস নয়, প্রতিটা খুনের বিচার হতে হবে। আমরা ন‍্যায় বিচার চাই, বৈষম্য চাই না।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আবু সাঈদের ঋণ এই জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। আবু সাঈদের মতো শহীদরা আসমানের জ্বলে ওঠা তারা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে তাদের এই দেশে কোনোদিন ঠাঁই হবে না।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকরী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ‍্যাপক গোলাম রব্বানীসহ কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা আমির এবং হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির 
‘শুধু নামে নয়, মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আইসিটি’
বিগত সরকার আলেম-ওলামাদের ওপর তাণ্ডব চালিয়েছে: জামায়াত আমির
বঙ্গবন্ধু সেতুর নাম আবু সাঈদ সেতু করার দাবি, যা জানা গেল