ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সোনারগাঁয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১১:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুধঘাটা এলাকায় গত বৃহস্পতিবার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

আহতদের মধ্য থেকে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মালিবাগে প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাজাহান নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।
 
নিহতের মা রিনা বেগম বলেন, পূর্বশত্রুতার জের ধরে ইমরান ও বিজয়সহ ৬ থেকে ৭ জনের সন্ত্রাসী শাহজাহানের পথ গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ওসি আবদুল বারী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |