হিলিতে তাপমাত্রা নামল ১২.৭ ডিগ্রিতে
দিনাজপুরের হিলিতে গত তিনদিন ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। এতে করে জেঁকে বসেছে শীত। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে বিকেল থেকে সকাল ৮টা পর্যন্ত শীত বেশি অনুভূত হয়। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
তিনি আরোও বলেন, দিনাজপুরের আশপাশসহ দেশের অন্যান্য কয়েকটি জেলার আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৬ টার তাপমাত্রা তেতুলিয়া (পঞ্চগড়) ১১.৩, সৈয়দপুরে ১৩.৯, রাজারহাট (কুড়িগ্রাম) ১৩.০, রংপুরে ১৫.০, বদলগাছিতে (নওগাঁ) ১৩.০, রাজশাহীতে ১৪.৮, যশোরে ১৭.০ ও শ্রীমঙ্গলে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন