বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৪

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩৩ পিএম


বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৪

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা আহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের ছোট যমুনা ব্রিজের পূর্ব প্রান্তে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরছিল। পথে শহরের ছোট যমুনা নদীর ওপর ব্রিজের পূর্ব প্রান্তে সন্ধ্যা সোয়া ৭টায় মিছিল লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ হয়।


ককটেলের আঘাতে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম, যুবদল কর্মী নূরনবী বকুল।

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপর দিকে এই ঘটনার পর রাত সোয়া ৮টায় ঘটনার প্রতিবাদে বিএনপি আরও একটি প্রতিবাদ মিছিল বের করে।

বিজ্ঞাপন

ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবিউল ইসলাম বলেন, এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.