মিরপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা করার আহ্বান

আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৭:১০ এএম


মিরপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা করার আহ্বান
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবী থানায় একটি বাজারের ব্যাগ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিশুর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

বিজ্ঞাপন

জানা যায়, ৬ ডিসেম্বর দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল মিরপুর-১২ থেকে দিয়াবাড়ি যাওয়ার পথে মেট্রোরেলের ১২৪ নম্বর পিলারের কাছে যায় থানার একটি টিম। সেখান থেকে শিশুটিকে মৃত ও জখমপ্রাপ্ত অবস্থায় বাজারের ব্যাগ থেকে উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করলে শিশু বাচ্চাটিকে কেউ চিনেন না বলে জানান। 

বিজ্ঞাপন

সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছবিতে প্রদর্শিত মৃত শিশুকে দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ০১৩২০–০৪১১৮৫ ও ডিউটি অফিসারের ০১৩২০–০৪১১৭৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission