চাঁদপুরে নৌবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ১২:০০ পিএম


চাঁদপুরে নৌবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে চেক হস্তান্তর
ছবি : আরটিভি

চাঁদপুরে আধুনিক নৌবন্দর নির্মাণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ১২৭ পরিবার ও ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি ২৭ লাখ টাকার চেক প্রদান করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এসব চেক তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) চাঁদপুর বড় স্টেশন মাদরাসা রোডস্থ দারুল উলুম মাদরাসা মাঠে সোশ্যাল এনজিও এর সহায়তায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলীর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন 
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী, প্রকল্প পরিচালক মো. ফরহাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদসহ সুধীজন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশব্যাপী ব্রিটিশদের আমল থেকে চাঁদপুর নদী বন্দরের সুনাম রয়েছে। চাঁদপুরসহ আশপাশের মানুষের জন্য এই টার্মিনালটা অনেক গুরুত্বপূর্ণ। এটি দৃশ্যমান বিস্ময়কর একটি টার্মিনাল হবে। যারা টাকা পাবেন তারা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিবেন। এর ব্যত্যয় হয় ৩ দিনের মধ্যে খালি করা হবে। একই জায়গার জন্য আপনারা ২ বার ক্ষতিপূরণ পেলেন। এই টার্মিনাল হলে এর সুফল আপনারাই ভোগ করবেন। কক্সবাজারের মতো চাঁদপুরে একটা রিভার ড্রাইভ নির্মাণ হবে। এখানে পর্যটনের জন্য রিসোর্ট তৈরি হবে। আগামী ২০২৫ সালের আগস্ট মাসে কাজ শেষ করতে হবে।

নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক আইয়ুব আলী জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের চেক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বর্তমান স্থান ত্যাগ করতে হবে।

আরটিভি/এএএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission