• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪
এনজিও কর্মী
ছবি: আরটিভি

পটুয়াখালীর মহিপুরে গ্রীনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে সাগর তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক 
এক পাঙাশ বিক্রি হলো ৭ হাজার ৬০০ টাকায়
থানায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজান
কক্সবাজারে ২ এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার