ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মহিপুর থানা ঘেরাওয়ের ঘোষণা যুবদলের

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৬ পিএম


loading/img

পটুয়াখালীর মহিপুর থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে যুবদলের নেতারা। বাংলাভিশনের সাংবাদিক ও কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও কুয়াকাটা পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, পৌর যুবদলের সভাপতি কাজী ফারুক, যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, শ্রমিকদলের আহ্বায়ক মানিক ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ানুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিএনপির অঙ্গসংগঠেনর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

এ সময় যুবদলের নেতারা সাংবাদিক জহিরুল মিরনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় মহিপুর থানা ঘেরাও করার কর্মসূচি দেবেন বলেও জানান বক্তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আসামি শনাক্তে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী সংলগ্ন তার নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মিরন ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকার একটি বাসায় রয়েছেন।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |