৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধসহ ৪ কারবারি আটক 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ , ০৪:১০ পিএম


৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধসহ ৪ কারবারি আটক 
ছবি : আরটিভি

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় ৩৩ লাখ টাকার ওষুধসহ ৪ কারবারিকে আটক করা হয়েছে। রোববার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

এ সময় চার চোরাকারবারিকে আটক করা হয়। আটকৃতরা হলো কুমিল্লা বুড়িচং উপজেলার কালীকৃষ্ণপুর এলাকার মো. রহমত আলী (৪০), মো. মেহেদী হাসান (২১), মো. সাগর ইসলাম (২১) ও ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মো. জাহিদুল ইসলাম (২০)। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে আটককৃতদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে লে. কর্নেল এ এম জাবের বলেন, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৭৪/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমড়াতলীতে ৩০ লাখ ৩৩ হাজার ৫শ টাকা মূল্যের ৫ হাজার ৬৩০ পিস ইনজেকশন জব্দ করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission