৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধসহ ৪ কারবারি আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় ৩৩ লাখ টাকার ওষুধসহ ৪ কারবারিকে আটক করা হয়েছে। রোববার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
এ সময় চার চোরাকারবারিকে আটক করা হয়। আটকৃতরা হলো কুমিল্লা বুড়িচং উপজেলার কালীকৃষ্ণপুর এলাকার মো. রহমত আলী (৪০), মো. মেহেদী হাসান (২১), মো. সাগর ইসলাম (২১) ও ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মো. জাহিদুল ইসলাম (২০)। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে আটককৃতদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লে. কর্নেল এ এম জাবের বলেন, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৭৪/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমড়াতলীতে ৩০ লাখ ৩৩ হাজার ৫শ টাকা মূল্যের ৫ হাজার ৬৩০ পিস ইনজেকশন জব্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন
ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা

একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য

আইনজীবী হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

আইনজীবী সাইফুল হত্যা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
