• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

পঞ্চগড়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
ক্রীড়া উপদেষ্টা
ছবি- সংগৃহীত

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই অংশ হিসেবে এবার পঞ্চগড়বাসীদের সুসংবাদ দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

বুধবার (২৫ ডিসেম্বর) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বড়দাপ মৌজায় মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শেষে এই ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পঞ্চগড়ের কোন বীর সন্তানের নামেই হবে স্টেডিয়ামের নামকরণ।

স্টেডিয়াম নির্মাণ ছাড়াও খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে ২০ লক্ষ এবং স্থানীয় নানাবিধ অবকাঠামো উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা।

তিনি বলেন, এখানে যেন খুব তাড়াতাড়ি স্টেডিয়ামটি তৈরি হয় তার জন্য সকল নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমাদের দেশের খেলাধুলা ঢাকা বা ক্রিকেট কেন্দ্রিক হয়ে পড়েছে, আমরা এটা পরিবর্তন করতে চাই। খেলাধুলাকে প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে চাই। সে জন্যই স্টেডিয়াম এই নির্মাণ প্রকল্প।

তিনি আর বলেন, এই স্টেডিয়ামটির নামকরণ হবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পঞ্চগড়ের কোন বীর সন্তানের নামে বা এখানকার কোনো সম্মানিত ব্যক্তির নামে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেখানেই সিন্ডিকেট-চাঁদাবাজি দেখব উপড়ে ফেলব: সারজিস
ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন: আসিফ মাহমুদ
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
সীমান্ত থেকে ভারতীয় কিশোর আটক