দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া, ধাওয়াপারা-নাজিরগঞ্জ এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন দৌলতদিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের এ জি এম সালাউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ভোর সাড়ে ৬টা এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সোয়া ৮টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও ধাওয়াপারা-নাজিরগঞ্জ নৌরুটে এবং সকাল সাড়ে ৭টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশা নৌরুটে দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঁকিপূর্ণ পড়ে। তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল সোয়া ৫টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোয়া ৮টায় ঘন কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন