পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩৮) নামের উপজেলা যুবদলের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার বাসিন্দা ফরিদ গাজীর ছেলে মো. হাসান (২৩) ও মাহবুবের ছেলে রাব্বির (২৫) বিরুদ্ধে। উপজেলা বিএনপির দাবি, অভিযুক্ত দুজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অভিযুক্ত রাব্বি ও হাসান আজ সকালে একটি চায়ের দোকানে সিগারেটের ধোঁয়া নাসিরের মুখে ছুড়ে দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নাসির তাদের থাপ্পড় মারেন। পরে দুপুরের দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নাসির শ্বশুরবাড়ি কালমেঘার ঘুটাবাছার উদ্দেশে রওয়ানা হন। এ সময় হাসান ও রাব্বি তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী বলেন, ফ্যাসিবাদের পতনের পর পাথরঘাটায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আসাদুল নামের ছাত্রদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে হত্যার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন