• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ২৩:০৮
ছবি: সংগৃহীত।

লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদুল ইসলাম নাহিদ (১৭) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ সময় তার মোটরসাইকেল চাপায় মো. রাশিদুজ্জামান (৬৫) নামে এক বৃদ্ধও মারা যান।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার হাফিজিয়া মাদরাসা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ উপজেলার সাহেবের হাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে নিশ্চিত করেছেন কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার মাহমুদ।

তিনি বলেন, ছাত্রদল নেতা নাহিদের মৃত্যুর খবর পেয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান হাসপাতালে এসেছেন। তিনি দুইজনের মৃত্যুতেই শোক জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নাহিদ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাশিদুজ্জামান নামের এক পথচারীকে চাপা দেয়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। পরে রাশিদুজ্জামানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাশিদুজ্জামান জামালপুর থেকে কমলনগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, নাহিদের মৃত্যু দুঃখজনক। তার আত্মার মাগফেরাত কামনা করে কমলনগরে বৃহস্পতিবার দোয়ার আয়োজন করা হবে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, কমলনগরে দুর্ঘটনা এক বৃদ্ধের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ময়নাতদন্ত ছাড়া পরিবার মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
বিদায়ী বছরে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ
বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী
বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত