হত্যা মামলায় লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী ২ আইনজীবী গ্রেপ্তার 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:২৯ পিএম


হত্যা মামলায় লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী ২ আইনজীবী গ্রেপ্তার 

লক্ষ্মীপুরে শিক্ষার্থী আফনান হত্যা মামলায় আওয়ামীপন্থী আইনজীবী—নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে সোপর্দ করে পুলিশ। 

এর আগে, সকালে নুরুল হুদাকে শহরের ঝুমুর এলাকার বাসার সামনে থেকে ও বাবরকে আদালতের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেপ্তার নুরুল হুদা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাবর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, বাবর সকালে আদালতে এসেছেন। পরে তিনি আদালত থেকে বের হলে গ্রেপ্তার করে পুলিশ। নুরুল হুদা আদালতে আসার জন্য ঝুমুর এলাকার বাসা থেকে বের হয়। পরে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তাত করে। তাদের দুজনকে গত ৪ আগস্ট শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অজ্ঞাত আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে।  
  
এ দিকে নুরুল হুদা ও বাবরের ঘটনায় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আদালত থেকে চলে গেছেন বলে জানা গেছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission