ঢাকা

মহেশখালীতে যুবলীগকর্মী খুন

মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮ , ১১:৫৩ এএম


loading/img

কক্সবাজারের মহেশখালীতে এক যুবলীগকর্মীকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

সোমবার রাতে মহেশখালীর হোয়ানক কালাগাজীর পাড়া বাজারে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম নুরুল আবছার (২৮)। তিনি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালাগাজীর পাড়া গ্রামের জালাল ও আইয়ুব আলী বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছিল। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমাতে ওই এলাকায় অস্থায়ী একটি পুলিশ ক্যাম্পও বসানো হয়েছে। সর্বশেষ সোমবার রাতে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে প্রকাশ্য কালাগাজীর পাড়া বাজারের মনু সওদাগরের চায়ের দোকানে ঢুকে নুরুল আবছারকে গুলি ও জবাই করে পালিয়ে যায়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |