• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ আটক ১

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ২২:০১
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় একটি আগ্নেয়াস্ত্রসহ মো. রায়হান নামে এক যুবককে আটক করেছে নৌবাহিনী। তার কাছ থেকে দুই রাউন্ড গুলিও জব্দ করা হয়। শনিবার উপজেলার আদিনাথ মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পরে জব্দ অস্ত্র ও গুলিসহ আটক যুবককে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। আটক রায়হান মহেশখালী নতুন বাজার ফকিরাঘোনা এলাকার আমির হোসেনের ছেলে।

আইএসপিআর জানায়, জনসাধারণ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মাঠে রয়েছে নৌবাহিনী। শনিবার বিকেলে লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে একটি সেকশন ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় খবর আসে আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের ওপর হামলা হচ্ছে। সঙ্গে সঙ্গে নৌবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে এক যুবককে অস্ত্র-গুলিসহ আট করা হয়। এ সময় কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুর-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু রোববার
১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের খালাস চাইলেন আইনজীবী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, অস্ত্র ব্যবহার করতে পারবেন ৫৭৯ কর্মকর্তা
মাটি খুঁড়ে মিলল বন্দুক-গুলি