‘ভারতীয় আধিপত্যের হাত থেকে জনগণকে রক্ষার জন্যই বিএনপির জন্ম’

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ১১:০৫ পিএম


‘ভারতীয় আধিপত্যের হাত থেকে জনগণকে রক্ষার জন্যই বিএনপির জন্ম’
ছবি : আরটিভি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জনগণের প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে। ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করার জন্যই এই বাংলাদেশে বিএনপির জন্ম হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার সরকার সিন্ডিকেট করে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছেন। তবে বাংলার কৃষক তার প্রাপ্য দাম পায়নি বলে মন্তব্য করেছেন। 

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে শেরনগর প্রাইমারি মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জনসভা ও পাঁচ হাজার অসহায় এবং গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, ‘যেসব মেধাবী সন্তানরা বিএনপি করে কিংবা তার পরিচিত কেউ বিএনপি করে, তাদেরকে বাছাই করে করে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। যারা আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়েই আগামীর সরকার গঠন করবে বিএনপি। সবার সঙ্গে তাল মিলিয়ে এদেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপির প্রতিটি নেতাকর্মী।’ 

বিজ্ঞাপন

আবদুস সালাম আরও বলেন, ‘অনেকেই আগামী সংসদ নির্বাচন সময় যত বাড়ছে, ততই পিছিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচন যতই পেছান না কেন, ৬ মাস হোক বা ১ বছর হোক আমরা ভয় পাই না৷ যেদিন নির্বাচন হবে, সেদিনই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।’

বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম। 

বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ও বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission