আজহারীর মাহফিলে পটুয়াখালীতে মানুষের ঢল

আরটিভি নিউজ

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ১২:৩৯ এএম


আজহারীর মাহফিলে পটুয়াখালীতে মানুষের ঢল

দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে পটুয়াখালীতে মানুষের ঢল নেমেছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় পটুয়াখালী শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলের মঞ্চে উঠে শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন তিনি। 

এ সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তিনি। 

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেলে মিজানুর রহমান আজহারী হেলিকপ্টারে করে পটুয়াখালীর আবুল কাশেম স্টেডিয়ামে অবতরণ করেন। তাকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়।

আজহারীর সঙ্গে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

এ দিকে মিজানুর রহমান আজহারীর বক্তব্য চলাকালে প্রচণ্ড ভিড় ও জায়গার সংকুলান না হওয়ায় অনেক মানুষ হেঁটেই বাড়ি ফিরতে শুরু করেছেন। মুসল্লিরা বলছেন, মাহফিলে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। 

বিজ্ঞাপন

তবে মাঠ ও আশপাশের সড়ক ভরে যাওয়ায় অনেকেই বক্তব্য শোনার সুযোগ না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে আয়োজক কমিটির একজন সদস্য জানান, মানুষের এই বিপুল সাড়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি যাতে সবার জন্য বক্তব্য শোনার সুযোগ তৈরি করা যায়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission