ঢাকা

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২০ পিএম


loading/img
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় রওশন জামিলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার রওশন জামিল হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে। রওশন জামিল আলিহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।

বিজ্ঞাপন

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ ৯০-১০০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। থানায় রুজুকৃত দুই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রওশন জামিলকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরটিভি/এএএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |