শামীম ওসমানের দাদার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০৯ এএম


শামীম ওসমানের দাদার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমানে’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিএনপি নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত বায়তুল আমানে এ হামলা চালানো হয়।

শামীম ওসমানের দাদা প্রয়াত এম ওসমান আলী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাষাসৈনিক ছিলেন। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর শহরের ডন চেম্বার এলাকা থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল বায়তুল আমানের সামনে জড়ো হয়। এরপরই স্লোগানের সঙ্গে সঙ্গে বুলডেজার দিয়ে বাড়ি ভাঙচুর শুরু হয়। এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয়। 

এর আগে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয় জনতা। কিছুক্ষণ পরেই ডিসি অফিসের অদূরে অবস্থিত বায়তুল আমানের দিকে রওয়ানা হন তারা।

এ সময় বায়তুল আমানের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে ভেকু এনে ভবন ভেঙে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু গণমাধ্যমকে জানান, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্টদের চিহ্ন মুছে দেওয়া হচ্ছে।


আরটিভি/এএএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission