মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বরে ভাঙচুর-আগুন

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৯ এএম


মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বরে ভাঙচুর-আগুন
ছবি: আরটিভি

মানিকগঞ্জে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধরা হাতুড়ি দিয়ে ম্যুরাল ভেঙে ফেলে আগুন দেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করা হয়। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের অন্যতম নেতৃত্বদানকারী ওমর ফারুক বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার স্মৃতি ও তার বাবার প্রতিচ্ছবি এদেশে রয়ে গেছে। আমরা এ দেশে তাদের কোনো স্মৃতি রাখব না তারই ধারাবাহিকতায় এই চত্বর ভেঙে ফেলা হচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ওমর ফারুক, রমজান মাহমুদ, সাইয়েদুর জামান নুর আলভি, আশিকুর রহমানসহ শত শত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission