হিলি সীমান্তে রেলওয়ের ব্রিজ সংস্কার কাজে বিএসএফের বাধা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৯ পিএম


হিলি সীমান্তে রেলওয়ের ব্রিজ নির্মাণে বিএসএফের বাধা
ছবি: আরটিভি

দিনাজপুরের হিলি সীমান্তের পার্শ্ববর্তী রেলওয়ের ব্রিজের সংস্কার কাজে বিএসএফের বাধা। কয়েকদিন ধরে সংস্কার কাজ বন্ধ। বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠকে সুরাহা হচ্ছে না। এদিকে সংস্কার কাজে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তবে বিজিবি বলছে বাধা দেওয়ার কথা নয়, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) হিলি রেলওয়ে ইঞ্জিনিয়ার ওয়ার্কসের ইনচার্জ আব্দুর রহমান বলেন, দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা দিনাজপুরের হিলি সীমান্ত। এই সীমান্তের পাশ দিয়েই বয়ে গেছে রেললাইন। দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের জন্য ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই রেললাইন। সেই রেললাইনের একটি ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। 

সেই লক্ষ্যে নিয়ে আসা হয় ইট, বালু ও সিমেন্ট। সম্প্রতি সেই অংশে কাজ শুরু করেন তারা। কিন্তু কাজ শুরুর কয়েক ঘণ্টার মাথায় তাতে বাধা দেয় বিএসএফ। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফের সাথে পতাকা বৈঠকসহ নানাভাবে আলোচনা করেন। সেই মোতাবেক আবারো বিজিবির পক্ষ থেকে রেল রেলকর্তৃপক্ষ কাজ শুরুর কথা বলা হয়।

বিজ্ঞাপন

রেলকর্তৃপক্ষ আবারও সেখানে কাজ শুরু করলে পুনরায় বিএসএফ তাতে বাধা দেয়। এরপর আবারও বন্ধ হয়ে যায় সেই ব্রিজের সংস্কার কাজ। বার বার কাজ বন্ধ হওয় যাওয়ার কারণে বিপাকে পড়েছেন রেলকর্তৃপক্ষ।

এদিকে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাহিদ নেওয়াজ বলেন, রেলওয়ে তাদের লাইনে কাজ করবে এতে বিএসএফএর বাধা দেওয়ার কোন অধিকার নেই। আমরা এই বিষয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করেছি। রেলওয়ে কর্তৃপক্ষকে কাজ শুরু করার কথা বলা হয়েছে। বিএসএফ কর্তৃক পুনরায় বন্ধের বিষয়টি জেনে নিচ্ছি।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission