কালিয়াকৈরে টিনের বেড়ায় অনিরাপত্তায় শিক্ষার্থীরাও

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:১৬ এএম


কালিয়াকৈরে টিনের বেড়ায় অনিরাপত্তায় শিক্ষার্থীরাও
ছবি: আরটিভি
গাজীপুরের কালিয়াকৈরে একটি স্কুলের নাম ভাঙিয়ে ব্যক্তি আক্রোসের বসবতি হয়ে তিনতলা ভবনের সামনে টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আক্রোসের জেরে বেড়া দেওয়ায় স্কুল মাঠের ভিতরেই পাঁকা সড়কটি থাকায় পুনরায় অনিরাপত্তায় থাকবে শিক্ষক-শিক্ষার্থীরাও।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেনুপুর এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৯৭৩ সালে কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকায় বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। প্রায় ১ একর ৩৫ সতাংশ সরকারি জমি লিজ নিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ওই স্কুলের উপর দিয়ে বয়ে গেছে দেওয়ার বাজার-বেনুপুর আঞ্চলিক সড়ক। ওই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করায় দুর্ঘটনা জনিত অনিরাপত্তায় ভুগছিলেন স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীরাও। কিন্তু ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিভিন্ন সময় সড়কটি সরানোর দাবি জানিয়ে আসছিলেন। 

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে চলতি বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের হস্তক্ষেপে স্কুলের পূর্ব পাশ দিয়ে সড়কটি পাঁকা করে উপজেলা এলজিইডি অফিস। সড়কের এক পাশে স্কুল ও তার মাঠ এবং অপর পাশে এলাকাবাসীর রেকর্ডীয় জমি ও বাড়িঘর। এর মধ্যে সড়কের অপর পাশে পার্শ্ববর্তী সাভারের আশুলিয়া থানার নৈহাটি এলাকার গোলাম মোস্তফা শাকিলের তিন তলা বিশিষ্ট একটি ভবন। তিনি গত ১৫ বছর আগে ওই ভবনটি করেন। 

বর্তমানে ওই ভবনের ২য় তলায় এমপিবি নৈহাটি এবিসি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ও নিচতলায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন মোস্তফা। কিন্তু আক্রোসের জেরে সড়কের অপর পাশে তার তিন তলা ভবনের সামনে শুধুমাত্র ২০ থেকে ২২ ফুট টিনের বেড়া দিয়ে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। সপ্তাহখানেক আগে স্থানীয় আফসার উদ্দিন বাবুলের নিদের্শনায় ওই প্রধান শিক্ষক ১০/১২ জন লোক নিয়ে সড়কের অপর পাশে মাত্র ৩/৪ ফুটের মধ্যে ওই টিনের বেড়াটি দেন। 

শুধুমাত্র মোস্তফার ভবনের সামনে বেড়া দিয়ে এজেন্টে ব্যাংকিংয়ের কর্মকর্তা-কর্মচারীসহ তার পরিবারকে অবরোদ্ধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সড়কের অপর পাশে বেড়া দেওয়ার পায়তারায় স্কুলের ভিতরেই থেকে যাচ্ছে ওই সড়কটি। ফলে আবারো ওই সড়কে দুর্ঘটনাজনিত অনিরাপত্তায় পড়বে শিক্ষক-শিক্ষার্থীরাও। 

অপরদিকে গত ৫ জুলাইয়ের পর নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোনের মুখে ওই প্রধান শিক্ষক পালিয়ে যান। পরে তাকে ওই স্কুল থেকে বহিষ্কার করা হলে গত ২৪ নভেম্বর তিনি আবারো স্কুলে যোগদান করেন। আক্রোসে তিন তলা ভবনের সামনে টিনের বেড়া দিয়ে আবারো বিতর্কিত হন প্রধান শিক্ষক আব্দুল আজিজ। প্রধান শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতা মিলেমিশে মোটা অংকের টাকার বিনিময়ে সেখানে দোকান বরাদ্দের পায়তারা করছেন বলেও অভিযোগ উঠেছে। 

ওই ভবনের মালিক গোলাম মোস্তফা শাকিল বলেন, সড়কের এ পাশে মাত্র তিন ফুট স্কুলের জমি হলেও সেখানে স্কুল কর্তৃপক্ষ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। তারপরও সরকারি সড়কের এ পাশে আক্রোসের জেরে তারা এভাবে টিনের বেড়া দিয়েছেন।

অভিযুক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ও মাঠটি বড় করতেই সড়কটি সরিয়ে এক পাশে নেওয়া হয়েছে। কিন্তু সড়কের ওই পাশেও স্কুলের কিছু জমি আছে, সে সীমানা দিয়ে বেড়া দিচ্ছি। তবে দোকান বরাদ্দের কথাটি অস্বীকার করেন তিনি।

অপর অভিযুক্ত স্থানীয় আফসার উদ্দিন বাবুল জানান, স্কুলের ওই জমিটুকু তাকে (মোস্তফা) খেতে দিবো কেন? তাই স্কুল সেখানে বেড়া দিচ্ছে। তবে দোকান বরাদ্দের পায়তারার বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ জানান, এটা সরকারি সড়ক। এ সড়কের ওই পাশে এভাবে বেড়া দিলে এটা সঠিক হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission