ক্যাবল চুরির চেষ্টা, ১০ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল কিশোরগঞ্জের তিন উপজেলা

  অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৪৫ পিএম


কিশোরগঞ্জে ১০ ঘণ্টা অন্ধকারে তিন উপজেলা
ফাইল ছবি

কিশোরগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের তার (ক্যাবল) কেটে চুরির চেষ্টার ঘটনায় তিন উপজেলার ৭৪ হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক ১০ ঘণ্টা অন্ধকারে ছিল।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন তিন উপজেলার ২৩ ইউনিয়নের প্রায় ৭৪ হাজার গ্রাহক।

ফলে, ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিদ্যুৎচালিত কাজ করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে বিপাকে অটোরিকশা চালকরা, রাতে যানবাহনে চার্জ দিতে না পারায় সড়কে বের হতে পারছেন না তারা।

বিজ্ঞাপন

রাত দেড়টার দিকে মিঠামইন জোনাল অফিসের কারিগরি ইউনিট সমস্যা অনুসন্ধানে নেমে খোঁজ মেলে কিশোরগঞ্জ-মিঠামইন বিদ্যুৎ সরবরাহ লাইনের মিঠামইন ঘোড়াউত্রা নদীর পশ্চিম তীরে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহের সাবমেরিন ক্যাবল কেটে ফেলা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরচক্র মূল্যবান এই ক্যাবল কেটে নেওয়ার চেষ্টার সময় বৈদ্যুতিক শর্টের কারণে ক্যাবল চুরি করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কারিগরি ইউনিট বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালু করে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছিল মিঠামইন জোনাল অফিসের কারিগরি টিম। মিঠামইন জোনাল অফিসের অধীনে অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজার গ্রাহক রয়েছে।

মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ ফাখরুল ইসলাম বলেন, দ্বিতীয় দফায় বুধবার ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের সাবমেরিন ক্যাবল চুরির ঘটনায় প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিকল্প উপায়ে বিদ্যুৎ চালু করলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে।

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission