চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ  

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৯:৫৩ এএম


চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা
ছবি: আরটিভি

চাঁদপুর সদরে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীন ভাবে পরিচালিত মেসার্স আফজালুর রহমান ব্রিকস ফিল্ড, মেসার্স বিআরএস ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স এএমএস ব্রিকস নামের তিনটি ইটভাটা ভেঙে বন্ধ করে দেয়া হয়। ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার লক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এর আগে ফরিদগঞ্জ উপজেলায় ৯টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission