ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

কারাগারে মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৯:৪৮ পিএম


কারাগারে মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর
ছবি: আরটিভি

কারাভোগ শেষেও আটকে থাকা ভারতীয় ও বাংলাদেশি জেলবন্দীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে যাওয়া বাঙালি বজরঙ্গি ভাইজান খ্যাত ঢাকার শামসুল হুদার উদ্যোগে এবার পরিবারের কাছে ফিরল বিজলি কুমার রায় নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে সোনামসজিদ ইমিগ্রেশনের দুদেশের শূন্য রেখায় মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ছোট ভাই বিজলি রায়ের মরদেহ গ্রহণ করেন বড় ভাই বাদরী রায়।

বিজ্ঞাপন

এ সময় বিজিবির বিওপি কমান্ডার আবু সাঈদ, মহদীপুর বিএসএফ কমান্ডার সন্তোস কমুার সিং, মহদীপুর ইমিগ্রেশন কর্মকর্তা অলক ভৌমিক, রাজশাহী ডেপুটি জেলার আনিফ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

ঢাকার শামসুল হুদা ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের বিষয়টি জানতে পেরে, তার পরিবারকে খুঁজে বের করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তার মরদেহ ভারতে পৌঁছানোর ব্যবস্থা করেন।  

WhatsApp_Image_2025-03-14_at_16.30.47

বিজ্ঞাপন

কারাসূত্রে জানা যায়, ২০২১ সালে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ বছর সাজা ভোগের পর, ঠিকানা ভুলের কারণে ভারতে ফেরত পাঠানো সম্ভব হয়নি বিজলি কুমার রায়কে। চাঁপাইনবাবগঞ্জ কারাগারে থাকা অবস্থায় গত ১৩ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৫ জানুয়ারি।

এ বিষয়ে শামসুল হুদা বলেন, বিজলির ঠিকানা নিশ্চিত হওয়ার পর সকল প্রক্রিয়া সম্পন্ন করে তার বড় ভাই বাদরী রায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত এ ধরনের ৫২টি কেসের মধ্যে ৪৩ জনকে তাদের স্বজনদের কাছে পৌঁছানোর কাজ শেষ করেছি। এ কাজ আমি মনের প্রশান্তির জন্য করে যাচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন।

ছোট ভাইয়ের মরদেহ ফেরতের পেতে বাদরী রায় বলেন, আমার ভাই পথ ভুলে বাংলাদেশে চলে এসেছিল, আমরা অনেক খুঁজেও পাইনি। যখন শামসুল ভাই, আমাদের জানালেন আমার ছোট ভাই বাংলাদেশের জেলে আছে; এরপর সকল প্রক্রিয়া শেষ করতে করতেই ভাই অসুস্থ হয়ে মারাও যায়। জীবিত না হলেও মৃত ভাইকে পেলাম, এটা শামসুল ভাই না হলে সম্ভব হতো না। সারাজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকব।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |