রাজধানী ঢাকার বনানীতে ২ কোটি টাকা চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী আরিফ হোসেন মিয়াজীকে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ মার্চ) ভোর সোয়া পাঁচটায় ভুক্তভোগী আরিফ হোসেন মিয়াজী বাদী হয়ে রাজধানীর বনানী থানায় নাজিম উদ্দীন (৫৪) এবং ইব্রাহিম হোসেন রনি (৩৯) সহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আহত আরিফ হোসেন মিয়াজী কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের বাসিন্দা ও যুবদলের নেতা। অন্যদিকে, অভিযুক্ত নাজিম উদ্দীন (৫৪) রাঙ্গামাটি জেলা ফটিকছড়ি উপজেলার এবং ইব্রাহিম হোসেন রনি (৩৯) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ মার্চ (শনিবার) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় ঢাকা বনানী থানার প্লানবি নামক স্থানে যুবদল নেতা ও দুবাই প্রবাসী আরিফ হোসেন মিয়াজীর পথরোধ করে অতর্কিতভাবে হামলা করে। ওই মুহূর্তে ভুক্তভোগী আরিফ হোসেন মিয়াজীর কাছ থেকে ৩০ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে যায় এবং ২ কোটি টাকা চাঁদা দাবি করে।
চিৎকার শুনে আশেপাশে মানুষ জড়ো হলে এবং বনানী থানার টহল পুলিশ ঘটনাস্থলে এসে আরিফ হোসেন মিয়াজীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্তকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় নাজিম উদ্দীন (৫৪) এবং ইব্রাহিম হোসেন রনিকে (৩৯) বনানী থানা পুলিশ আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, গতকাল রাতে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ-টি