খুলনা নগরীর বাগমারা ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শাহীন (৫০) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাত সোয়া ১১টায় এ ঘটনায় ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম।
নিহত শাহীন নগরীর দৌলতপুর কাত্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে ওসি হাওলাদার সানোয়ার হোসেন বলেন, রাত সোয়া ১১টার দিকে বাগমারার মারকাজুল উলুম মাদরাসার পেছনে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে- এমন সংবাদে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমরা শাহীনের মরদেহ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে থাকতেন।
তিনি আরও বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতেই অভিযান শুরু করেছে পুলিশ।
এ দিকে রাত সাড়ে ৯টার দিকে নগরীর হাজীবাড়ী মোড় এলাকায় মুস্তাকিম বিল্লাহ লনী (৩৫) নামে একজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ধারালো চাপাতির কোপে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহা. আহসান হাবিব বলেন, ৭ থেকে ৮ জনের একটি সন্ত্রাসীদলের ধারালো অস্ত্রের কোপে লনীর ডান হাতের দুটি আঙুলের মধ্যে একটি বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি চামড়ার সঙ্গে ঝুলে আছে। এ ছাড়া তার বাম হাতের কবজিতে কোপ মারে দুর্বৃত্তরা। এ সময় লনীর চিৎকারে স্থানীয় লোকজন চলে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি চালিয়ে স্থান ত্যাগ করে।
আরটিভি/এমকে