ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাজুবাদাম ও জিরা আমদানি করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরের দিকে আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান।
তিনি জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬টন কাজুবাদাম ও সাড়ে ৬টন জিরা ভর্তি ভারতীয় দুই ট্রাক আখাউড়া বন্দরে এসে পৌঁছায়।
আমদানিকারক প্রতিষ্ঠান সারা এগ্রো এনিমাল হেলথ জিরা ও আরতি ইমপ্রেস এই পণ্য দুইটি আমদানি করেছে। এদিকে পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে কাজুবাদাম ও জিরা আমদানি করা হয়েছে। এর আগেও চলতি বছরে এ বন্দর দিয়ে কাজু বাদাম ও জিরা আমদানি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।
আরটিভি/এএএ/এস