ঢাকা

ময়মনসিংহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা শহরের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নিহতরা হলেন—উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহত অনন্ত তার মোটরসাইকেল মেরামতের জন্য নিহত রাসেলের গ্যারেজে যান। দুপুরে মিস্ত্রি রাসেল অনন্তকে পেছনে বসিয়ে মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য রাস্তায় বের হন। পরে দুপুর ১টার দিকে নতুন বাজার খেলার মাঠ-সংলগ্ন এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। 

তিনি আরও বলেন, আশপাশের লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অনন্তের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |