ময়মনসিংহে সড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ডভ্যান চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক।
নিহতরা হলেন- আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, দুই নারী ও পুরুষ চুরখাই মোড় এলাকায় মহাসড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে আসা ময়মনসিংহগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এই দম্পতি।
ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আরটিভি/এমকে/এস