ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০৯:০১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকের (৫০) মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় শিশু ও নারীসহ আরও ৬ জন আহত হয়েছেন। সোমবার ইফতারের আগ মুহূর্তে কমলনগর উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।

আহতরা হলেন- ইফতি, আব্বাস উদ্দিন, রিপন, সাকিব, বিবি কুলসুম ও শিশু ওমর ফারুক। তারা কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এরমধ্যে ইফতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সদর হাসপাতাল সূত্র জানায়, যাত্রী নিয়ে করুনানগর বাজার থেকে অটোরিকশা চালক হাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে চালক চালকসহ ৭ জন আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালে নিলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সদর হাসপাতালে আহত ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের হাত-পা-মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, দুর্ঘটনায় নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহত ৫ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ছাড়া ৬ জন আহত রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে শুনেছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক পিকআপটি জব্দ রয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |