ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন: ড. রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০৯:৩৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম বলেছেন, বিগত দিনে ফ্যাসিবাদদের দুর্নীতি তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবার কারণে সর্বপর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. রেজাউল করিম বলেন, গণতান্ত্রিকতার নামে স্বৈরতান্ত্রিকতার ডাল পালা গজিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার ভোটের অধিকারসহ সকল অধিকার লুণ্ঠিত হয়েছে। এ জন্যই সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া যারাই পাওয়ারে আসে তারা পুলিশ ও র‌্যাব বাহিনীকে নিজেদের মর্জি মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তার অংশ হিসেবে ডা. ফয়েজসহ অনেককে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট নজির আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, অ্যাডভোকেট মহসিন কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |