নোয়াখালীর হাতিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রবকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে উপজেলা সদর ও বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে প্রতিবাদ মিছিল হয়।
এর আগে সোমবার বিকেলে উপজেলার সোনাদিয়ার সেকু মার্কেটে এক ইফতার পার্টিতে আবদুর রবের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হামলায় তারা আবদুর রবের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আবদুর রব সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর সোনাদিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সে উপজেলা কৃষকদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির পক্ষ থেকে এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতা কর্মীদের দায়ী করা হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি মাসউদুর রহমান বাবর জানান, পূর্ব নির্ধারিত ইফতার পার্টিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। তারা সবাই সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইরাজ উদ্দিনের লোক। এক মামলায় ইরাজ উদ্দিন কিছু দিন আগে জেল থেকে বের হয়েছে। সে আটক হওয়া ও জেলে যাওয়ার বিষয়ে আবদুর রবকে দায়ী মনে করে তার উপর ক্ষিপ্ত ছিল। পরিকল্পিতভাবে সে আবদুর রবের ওপর এ হামলার ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে আবদুর রব জানান, শান্তিপূর্ণ একটি সভায় তার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি ঢাকাতে চিকিৎসার জন্য অবস্থান করছেন। এ ঘটনায় তিনি দ্রুত সময়ের মধ্যে মামলা করবেন বলে জানান।
এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, কৃষকদলের আহ্বায়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিরে পাঠানো হয়েছে। আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।
আরটিভি/এএএ