বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে। ৭১ ও ২৪ ভিন্ন, কোনোটিকে খাটো করে দেখার সুযোগ নেই। ৭১ ছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশ স্বাধীনের যুদ্ধ, ২৪ ছিল স্বাধীন দেশকে ফ্যসিবাদের শৃঙ্খল মুক্তির গণঅভ্যুত্থান। ৭১-এর চেতনায় ৭৫-এর ৭ নভেম্বর, ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধকে ম্লান করার প্রচেষ্টা স্বাধীনতাকে অস্বীকার করার শামিল।
বুধবার ( ২৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের হলুয়াঘাটে মহান স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শোভাযাত্রা ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন ।
এমরান সালেহ প্রিন্স বলেন, হাজারও শহীদের রক্তস্নাত ২৪-এর ছাত্র গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। তবে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টির মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থান এক কাতারে আনার চেষ্টা মুক্তিযুদ্ধকে ম্লান কবার অপচেষ্টা ।
তিনি আরও বলেন, অহেতুক জটিল, কঠিন পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন প্রলম্বিত করার প্রচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ। নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করতে বিএনপি দ্বিধা করবে না।
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ক্ষমতার জন্য নয় , বিএনপি মনে করে বিশৃঙ্খলা, ষড়যন্ত্রের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও এ বছরের মধ্যে নির্বাচন হতে হবে।
এর আগে সকালে তিনি ধোবাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা প্রশাসন অয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ।
আরটিভি/এফএ