চুয়াডাঙ্গা ঈদের বাজার করতে গিয়ে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৬ মার্চ) রাতে চুয়াডাঙ্গা বাস টার্মিনালের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বিপুল, তার ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিম মোটরসাইকেলযোগে ঈদের বাজার করতে চুয়াডাঙ্গা শহেরের দিকে আসছিল। এ সময় পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ইজিবাইকে থাকা ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুই মোটরসাইকেল আরোহী বিপ্লব ও ওয়াশিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এআর/এস