পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধায় বসেছিল এক টাকার ঈদ বাজার। ওই বাজারে মাত্র ১ টাকা দিয়ে ২৫০টি পরিবার ১৮ ধরনের নিত্যপণ্য নিতে পেরেছেন। পণ্যগুলো হলো দুই কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টিকুমড়া, দুধ, মসলা ও একটি মুরগি, সয়াবিন তেল, বাঁধাকপি, বেগুন, লবণসহ ১৮টি নিত্য প্রয়োজনীয় পণ্য।
শনিবার (২৯ মার্চ) বিকেলে জেলা শহরের ডিবি সড়ক ঘেঁষে অবস্থিত স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ওই বাজার বসে।
জেলার মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ‘আমাদের গাইবান্ধা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ বাজার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন আমাদের গাইবান্ধা সংগঠনের সভাপতি সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাবভির রহমান, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ এবং সদস্যবৃন্দরা।
গাইবান্ধা শহরের পূর্বপাড়ার রহিমা বেগম বলেন, এক টাকা দিয়ে অনেক কিছু পেয়েছি। ঈদের প্রায় বাজার হয়ে গেছে। সেমাই, মুরগি, চিনি কেউ আগে দেয়নি, কিন্তু আজ ১ টাকা দিয়ে অনেকগুলো বাজার পেলাম।
খোলাহাটী গ্রামের রফিকুল ইসলাম বলেন, ঈদের বাজার নিয়ে খুবই চিন্তায় ছিলাম, হাতে টাকা পয়সা তেমন ছিল না। হঠাৎ ১ টাকা দিয়ে বাজারে দুই কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টিকুমড়া, দুধ, মসলা ও একটি মুরগি, সয়াবিন তেল, মুড়ি সবই পাইছি। পরিবার নিয়ে খেতে পারবো। আল্লাহ তাদের ভালো করুক।
আয়োজকরা জানান, আমাদের গাইবান্ধা সংগঠনের সদস্যরা শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ে। মা-বাবার দেওয়া টাকা বাঁচিয়ে অসহায় ব্যক্তিদের জন্য কিছু একটা করার মহৎ উদ্যোগ নিয়েছেন তারা। এবার পঞ্চমবারের মত দুঃস্ব মানুষের মাঝে ১ টাকা প্রতীকী মূল্যে পণ্য বিতরণের কর্মসূচি পালন করা হয়।
আরটিভি/এমএ