টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে ১৪ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে উপজেলার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম মনির মোল্লা ওরফে আবুল মোল্লা (৪০)। তিনি পাবনার সুজানগর থানার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের দেওয়ান সাহাবুদ্দিনের বাড়ির গোয়ালে চার-পাঁচজন চোর গরু চুরি করতে যায়। এ সময় তারা গোয়াল ঘরের টিন কাটতে থাকে। তাদের উপস্থিতি টের পেয়ে সাহাবুদ্দিন আশপাশের লোকজনদের খবর দেয়। পরে এলাকাবাসী চোরচক্রের সদস্যদের ধাওয়া করলে তাদের মধ্য থেকে ৪ সদস্য পালিয়ে যায়। আর মনির মোল্লা দৌঁড়ে পালানোর সময় খেতের আইলে পড়ে যায়। তখন গ্রামবাসী তাকে গণপিটুনি দিতে থাকে। একপর্যায়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/আইএম-টি