ঢাকার ধামরাইয়ে সন্তানকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের আঘাতে পাঁচদিন চিকিৎসাধীন থেকে অবশেষে এক নারীর মৃত্যুর হয়েছে। উপজেলার মহিশাষী এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।
নিহত নারীর সৈয়দা শিরিন আক্তার উপজেলার দ্বিতীয় মহিশাষী গ্রামের আবুল কাশেম খানের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, গত শুক্রবার ২৮ মার্চ জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় গায়ে ধাক্কা লাগার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিয়াম নামে এক যুবকের ওপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা। এ সময় তার মা এগিয়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তের লাঠির আঘাতে গুরুতর আহত হোন মা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থেকে বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার আইনী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে