মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. একে এম ওয়াহিদুজামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) দেশটির রাজধানীর কোতারায়া মসজিদে মিলাদ ও দোয়া বিএনপিমালয়েশিয়া শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি তালহা মাহমুদ, ডঃ এস এম রহমান তনু, সহ সাধারন সম্পাদক কাজী সালাহউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, যুবনেতা মোঃ জসীম উদ্দিন, এম,এ কালাম, নুরে সিদ্দিকি সুমন, শেখ সেলিম, নাজমুল হোসেন,খালিদ হাসান রিপন, বাবু সরকার, শাহজালালসহ আরও অনেক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী।
এর আগে গত শনিবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামানের মাতা মোসাম্মৎ আশরাফুন্নেসা বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইনসাফ আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার একমাত্র ছেলে সন্তান এ কে এম ওয়াহিদুজ্জামান ছাত্রজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
আরটিভি/কেএইচ