ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

আরটিভি নিউজ 

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০৯:৪৫ এএম


loading/img
ফাইল ছবি।

বরগুনার তালতলীতে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।

নিহত কাদের মুন্সী বড় আমখোলা গ্রামের বাসিন্দা ও মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা এলাকার কৃষক সিদ্দিক ও নাসির মিয়া তাদের বোরো ধানখেতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নিহত কাদের মুন্সীর ধানখেত ওই ফাঁদের কাছাকাছি হওয়ায় বিকেল ৪টার দিকে তিনি নিজের জমি দেখতে গেলে আর ফিরে আসেননি। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৮টার দিকে বৈদ্যুতিক ফাঁদের কাছ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |